ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

রাজনীতি

বিজয় র‌্যালির কারণে যানজট-ভোগান্তিতে দুঃখ প্রকাশ বিএনপির

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৩, আগস্ট ৬, ২০২৫
বিজয় র‌্যালির কারণে যানজট-ভোগান্তিতে দুঃখ প্রকাশ বিএনপির বিএনপির লোগো, ছবি: সংগৃহীত

ঢাকা: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপি আয়োজিত বিজয় র‌্যালিকে কেন্দ্র করে রাজধানীতে সৃষ্ট যানজটে ঢাকাবাসী দুর্ভোগে পড়ায় দুঃখ প্রকাশ করেছে বিএনপি।

বুধবার (৬ আগস্ট) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত এ বিজয় র‍্যালি হয়।

র‍্যালিতে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।

বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, আজকের বিজয় র‌্যালিতে অসংখ্য মানুষের উপস্থিতির কারণে রাজধানীতে যানজটের সৃষ্টি হয় এবং ঢাকাবাসীকে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে, এ অনাকাঙ্ক্ষিত কষ্টের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

এসবিডব্লিউ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ