ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

রাজনীতি

মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, আগস্ট ৩১, ২০১৫
মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে মির্জা আব্বাস

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের ‍মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ।
 
দুদকের দায়ের করা আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ সোমবার (৩১ আগস্ট) এ রায় দেন।


 
ফলে নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
 
আদালতে আবেদনের পক্ষে ছিলেন সৈয়দ মামুন মাহবুব।  
 
৫ কোটি ৯৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে মামলা করে দুদক।  
 
এই মামলার বৈধতার প্রশ্নে মির্জা আব্বাস হাইকোর্টে আবেদন করলে মামলাটি বাতিল করে দেন হাইকোর্ট।
 
পরে দুদক আপিলে আবেদন করলে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দেন।
 
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ৩১,২০১৫
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ