ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

রাজনীতি

আমান উল্লাহ আমান ঢামেকে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, আগস্ট ২৩, ২০১৫
আমান উল্লাহ আমান ঢামেকে ভর্তি আমান উল্লাহ আমান / ফাইল ফটো

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বঙ্গবন্ধ‍ু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।

রাতে সেখান থেকে বারডেম জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক সূত্রে জানা যায়, রাতে আমান উল্লাহ আমানকে জরুরি বিভাগে আনা হলে মেডিকেল অফিসার তাকে ঢামেকের নুতন ভবনের রেফার করেন। পরে সেখানকার ৭০১ নম্বর ওয়ার্ডের পেইন বেড (মেডিসিন ওয়ার্ড) ১৩-তে ভর্তি তাকে ভর্তি করা হয়।

ঢামেকের আবাসিক চিকিৎসক (মেডিসিন) রাজ দত্ত (আরপি) বাংলানিউজকে জানান, আমান উল্লাহ আমান প্রথমে পিজি, বারডেম এবং পরে ঢামেকে এসেছেন। তারা মাথা ঘোরা এবং বুকে একট‍ু চাপ রয়েছে। ওইখানকার পরীক্ষার রিপোর্টগুলো আমরা পর্যালোচনা করছি এবং সেই অনুযায়ী চিকিৎসা দিচ্ছি।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই)  সেন্টু চন্দ্র দাস জানান, বর্তমানে কারারক্ষী ও পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন আমান উল্লাহ আমান।
 
এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী দায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে বাংলানিউজকে জানিয়েছিন, অসুস্থ্য অনুভব করায় দুপুরে তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে তাকে ঢামেকে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫/০০৩০ ঘণ্টা
এজেডএস/এমজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।