ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

রাজনীতি

গাসিক মেয়র মান্নান বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, আগস্ট ১৯, ২০১৫
গাসিক মেয়র মান্নান বরখাস্ত এম এ মান্নান

ঢাকা: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র অধ্যাপক এম এ মান্নানকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সিটি করপোরেশনের বর্তমান ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি জানান, কারাগারে থাকা গাজীপুর সিটির মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি জানান, এ বিষয়ে চিঠি ইস্যু হয়েছে। তা সিটি করপোরেশন কার্যালয়ে এসে পৌঁছে যাবে দুই-একদিনের মধ্যেই।

এদিকে মন্ত্রণালয় থেকে জানা যায়, তার বরখাস্তের আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান।
 
আদেশে বলা হয়, অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে ১২ মে গাজীপুরের আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় সিটি করপোরেশ আইন ২০০৯ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
গত বছর (২০১৪ সাল) ২৭ ডিসেম্বর গাজীপুরে জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে নগরীর বড়বাড়ি এলাকায় একটি মাইক্রোবাস ও একটি লেগুনা ভাংচুরের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানসহ ৩০ নেতাকর্মীর নামে একটি মামলা করা হয়।

ওই মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

স্থানীয় সরকার আইন অনুযায়ী কোনো জনপ্রতিনিধি যে কোনো ধরনের ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলে (চার্জশিট আদালতে গৃহীত হলে) কিংবা ওই জনপ্রতিনিধি শারীরিকভাবে সক্ষমতা হারালে কিংবা পরিষদের সভায় পরপর তিনবার অনুপস্থিত থাকলে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করতে পারে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫, আপডেট ১৭৩৬
এসএমএ/আইএ

** গাজীপুর সিটি মেয়র মান্ন‍ানের জামিন স্থগিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।