ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

রাজনীতি

‘শোক দিবস ম্লান করতেই খালেদার ভুয়া জন্মদিন পালন’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, আগস্ট ১৮, ২০১৫
‘শোক দিবস ম্লান করতেই খালেদার ভুয়া জন্মদিন পালন’ ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় শোক দিবস ম্লান করে দিতেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি (জেপি) আয়োজিত আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা আজও পাকিস্তানের দাস হয়েই থাকতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

জাতীয় পার্টির (জেপি) সভাপতি এবং বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুসহ এ সভায় আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জেপি নেতা সাদেক সিদ্দিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এসএস/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।