ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

রাজনীতি

শুভ্রা মুখার্জির মৃত্যুতে এনডিপি’র শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, আগস্ট ১৮, ২০১৫
শুভ্রা মুখার্জির মৃত্যুতে এনডিপি’র শোক

ঢাকা: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা শোক বার্তায় এ শোক প্রকাশ করেন।



শোক বার্তায় তারা বলেন, বন্ধুপ্রতিম দেশ ভারতের বর্তমান রাষ্ট্রপতির স্ত্রীর মৃত্যুতে দেশটির জনগণের পাশাপাশি বাংলাদেশের জনগণ এবং এনডিপি পরিবার গভীরভাবে শোকাহত।

শুভ্রা মুখার্জি নয়াদিল্লির একটি সামরিক হাসপাতালে (আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টা ৫১ মিনিটে মৃত্যুরবণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।