ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

রাজনীতি

বিএনপি নেতা এমকে আনোয়ার কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৪, আগস্ট ১৮, ২০১৫
বিএনপি নেতা এমকে আনোয়ার কারাগারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাসে পেট্রোল বোমা হামলায় আটজন নিহত হওয়ার ঘটনার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতের সিনিয়র জ‍ুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লা কায়সার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।



কুমিল্লা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজমুস সাদ‍াত বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ওই মামলায় তার শুনানির দিন ছিল। তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।  

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট খোরশেদ আলম ও সিএসআই অ্যাডভোকেট ইসমাইল।

আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কাইমুল হক রিংকু ও নাজমুস সাদ‍াত।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় ভোর ৪টায় বাসে পেট্রোল বোমা হামলা করা হয়। এতে ঘটনাস্থলে সাতজন ও একজন ঢাকায় মারা যায়।

এমকে আনোয়ার ওই মামলায় হুকুমের আসামি ছিলেন।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫/আপডেট: ১১৪১ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।