ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

রাজনীতি

সারাদেশে বোমা হামলা

ঢাবি ছাত্রলীগের কালো পতাকা মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, আগস্ট ১৭, ২০১৫
ঢাবি ছাত্রলীগের কালো পতাকা মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ঘটনায় শোক প্রকাশ করে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
 
সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।


 
এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।

এসময় বক্তরা বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে দেশ যে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হয় ১৭ আগস্ট ছিল তার প্রমাণ। সেই ভয়াবহ জঙ্গি হামলার এখনও বিচার শেষ হয়নি।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এসএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।