ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

রাজনীতি

বাস্তুহারা দলের সম্পাদকসহ ৪ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, আগস্ট ১৭, ২০১৫
বাস্তুহারা দলের সম্পাদকসহ ৪ নেতাকর্মী কারাগারে

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে বাসে আগুন দেওয়ার ঘটনার মামলায় বাস্তুহারা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদলসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠনোর নির্দেশে দেয় আদালত।



সোমবার (১৭ আগস্ট) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বাস্তুহারা দলের সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, যুবদলের আসলাম খান, মিলন রাঢ়ী ও ছাত্রদলের সজীব খন্দকার।

আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২১ জানুয়ারি সকালে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় আবদুল্লাহ পরিবহনের একটি বাসে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ওই ঘটনায় নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বাদী হয়ে ৪৯ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৫৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।