ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

রাজনীতি

জাবিতে ছাত্রলীগের কালো পতাকা মিছিল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, আগস্ট ১৭, ২০১৫
জাবিতে ছাত্রলীগের কালো পতাকা মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কালো পতাকা মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অমর একুশে পাদদেশে এসে শেষ হয়।



মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন কুণ্ড, সাংগঠনিক সম্পাদক মোর্শেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জাবি শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ বক্তব্যে সাংবাদিকদের বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার মাধ্যমে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার প্রতিবাদে আজকের এই কালো পতাকা মিছিল। মিছিলের মাধ্যমে জঙ্গিবাদের মদতদাতাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
ওও/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।