ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

রাজনীতি

গৌরনদীতে যুবলীগের দুই নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৩, আগস্ট ১৭, ২০১৫
গৌরনদীতে যুবলীগের দুই নেতাকে কুপিয়ে জখম

বরিশাল: আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে বরিশালের গৌরনদী উপজেলায় দুই যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার আশোকাঠী নামক স্থানে স্বাস্থ্য-কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।



খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আহত পিন্টুর ভাই সৈকত গুহ পিকলু জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  পৌর মেয়র হারিছুর রহমানের সাথে তার আগে থেকেই বিরোধ ছিল। আর এ বিরোধের জের ধরেই হারিছুর রহমান জিয়া হাওলাদারে নেতৃত্বে ৭/৮ জন ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে কুপিয়ে যখম করে। এসময় আহত হন তার সাথে থাকা মাসুদ সরদার নামে যুবলীগের আরো এক সদস্য।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বাংলাদেশ সময়: ০৫৪২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।