ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

রাজনীতি

কমরেড আলী আব্বাসের মৃত্যুবার্ষিকী সোমবার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, আগস্ট ১৬, ২০১৫
কমরেড আলী আব্বাসের মৃত্যুবার্ষিকী সোমবার

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রয়াত সভাপতি কমরেড খন্দকার আলী আব্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী সোমবার (১৭ আগস্ট)। দিনটিতে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ঢাকার নবাবগঞ্জে তার কবরে পুস্পস্তবক অর্পণ ও পরে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।



পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে পার্টির কেন্দ্রীয় ও জেলা নেতারা তার কবরে শ্রদ্ধা জানাবেন। জেলা পর্যায়েও পার্টির উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

দেশের বাম ধারার আন্দোলনের এই সংগ্রামী নেতা ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১১ সালের ১৭ আগস্ট মিরপুরের ডেল্টা ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০৫ থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।