ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

রাজনীতি

কুষ্টিয়া স্বেচ্ছাসেবক লীগ সম্পাদকসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, আগস্ট ১৬, ২০১৫
কুষ্টিয়া স্বেচ্ছাসেবক লীগ সম্পাদকসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়া: কুষ্টিয়ায় শোক দিবসের কর্মসূচি শেষে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগের এক কর্মী নিহতের ঘটনায় মামলা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন নিহত সবুজের (২৪) বড় ভাই আরিফুল ইসলাম।



মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার লাবনী খন্দকার। তিনি বলেন, আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শনিবার শোক দিবসের কর্মসূচি চলাকালে কুষ্টিয়া শহরের মজমপুর বাসস্ট্যান্ড এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজ ও শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ গ্রুপের সংঘর্ষে সবুজ নিহত ও ৫ জন আহত হয়।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।