ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

ঈশ্বরদীতে অস্ত্রসহ যুবলীগ কর্মী লিটন গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১১, আগস্ট ৯, ২০১৫
ঈশ্বরদীতে অস্ত্রসহ যুবলীগ কর্মী লিটন গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ স্থানীয় যুবলীগ কর্মী ও চি‎হ্নিত সন্ত্রাসী লিটন ওরফে বান্দর লিটনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকালে তাকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। লিটন ঈশ্বরদীর গোকুলনগর এলাকার আব্দুল মজিদ মালিথার ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বাংলানিউজকে জানান, আব্দুল মজিদ হত্যা, অপহরণসহ ছয়টি মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে শহরের আমবাগান এলাকার একটি গরুর খামারে অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে রোববার পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।