ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

রাজনীতি

৩২ নম্বরে ফুল দিতে এসে মারধরের শিকার এক ব্যক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, আগস্ট ১৫, ২০২৫
৩২ নম্বরে ফুল দিতে এসে মারধরের শিকার এক ব্যক্তি পুলিশ আজিজুরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে

ঢাকা: শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে মারধরের শিকার হয়েছেন আজিজুর রহমান নামের এক ব্যক্তি।

শুক্রবার (১৫ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে তিনি ধানমন্ডি ৩২ নম্বর সড়কের পূর্ব পাশে পায়ে হেঁটে ফুল হাতে পৌঁছালে এই হামলার ঘটনা ঘটে।

  

আজিজুর রহমান জানান, তার পিতার নাম আতিয়ার রহমান এবং তিনি ঝিনাইদহ সদর থানার ঘোড়াশা ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের বাসিন্দা।

এ সময় পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

১৫ আগস্ট শেখ মুজিবুর ৫০তম মৃত্যুবার্ষিকী। আওয়ামী লীগের পতনের আগে প্রতি বছর দিনটি শোক দিবস হিসেবে পালন করা হতো। তবে গত দুই বছর সেটি বন্ধ রয়েছে।  

এসসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।