ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, আগস্ট ১৫, ২০২৫
খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উদযাপন উপলক্ষে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ কর্মজীবী দল আলোচনা সভা ও দোয়া মাহফিল করে।

 

এদিকে সকাল ১০টার দিকে প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আরেকটি আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

এ ছাড়া রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বেলা ১১টার দিকে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলগুলোতে দলের চেয়ারপারসনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এর আগে এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের দলের চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

এসবিডব্লিউ/আরবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।