নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এতিমদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (১৫ আগস্ট) রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় হাজী গুলবক্স ভূঁইয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।
দোয়া মাহফিল শেষে এতিম শিশুদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। নেতাকর্মীরা এতিমদের সঙ্গে বসেই খাবার খান।
অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্যসচিব সালাহউদ্দিন সালু, সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআরপি/এসআইএস