ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

সিলেটে জামায়াতের ঝটিকা মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, আগস্ট ৫, ২০১৫
সিলেটে জামায়াতের ঝটিকা মিছিল

সিলেট: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর বন্দর বাজার জেল রোড এলাকায় ঝটিকা মিছিল করেছে সিলেট জামায়াতে ইসলামী।

বুধবার (০৫ আগস্ট) বেলা পৌনে ১টায় দিকে জামায়াতের নেতাকর্মীরা নগরীর জেল রোড এলাকায় আবু তোরাব জামে মসজিদের সামনে থেকে ঝটিকা মিছিলটি বের করেন।



প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, জামায়াতের ঝটিকা মিছিলটি শুরু হয়ে ১০০ গজ দূরে মহাজনপট্টি পয়েন্টে গিয়ে শেষ হয়। তবে পুলিশ আসার আগেই তারা ছত্রভঙ্গ করে দ্রুত সটকে পড়েন।

মহানগর জামায়াত নেতা মাওলানা সোহেল আহমদের নেতৃত্বে মিছিলে মহানগর জামায়াতের বেশকিছু নেতাকর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগষ্ট ০৫, ২০১৫
এএএন/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।