ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

১৫ আগস্ট খালেদাকে জন্মদিন না পালনের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৬, আগস্ট ৪, ২০১৫
১৫ আগস্ট খালেদাকে জন্মদিন না পালনের আহ্বান ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৫ আগস্ট জন্মদিন পালনে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (০৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে জয় বাংলা ৭১ লীগ আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।



সতীশ চন্দ্র বলেন, বাংলাদেশের উন্নয়ন দমিয়ে রাখতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর আমলে দেশের অনেক উন্নয়ন হয়েছে।

যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদের কি বিচার হবে না? সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন তিনি।

সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ সম্পাদক সুরুজ আলম, আসাদুজ্জামান দুর্জয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এফবি/ আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।