ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

ছাত্রদলের ওপর হামলায় এ্যানি-টুকুর নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, আগস্ট ৩, ২০১৫
ছাত্রদলের ওপর হামলায় এ্যানি-টুকুর নিন্দা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সুলতান সালাউদ্দিন টুকু

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শুনানিতে যাওয়া ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলায় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার (০৩ আগস্ট) বিকেলে এক যৌথ বিবৃতিতে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এ নিন্দা ও প্রতিবাদ জানান।



তারা বলেন, কোনো বিশ্ববিদ্যালয়ের অভিভাবক যখন দলকানা হন তখন স্বাভাবিকভাবেই ওই বিশ্ববিদ্যালয়ের ওপর তার নিয়ন্ত্রণ থাকে না। ঢাবির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।

তারা বলেন, তা না হলে বারবার বিশ্ববিদ্যালয়টিতে সহাবস্থান নিশ্চিতের কথা বলা হলেও তিনি তা করতে ব্যর্থ হয়েছেন। যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের সামনে আবারও এ হামলা করেছে ছাত্রলীগ।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।