ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

গাজীপুর যুবলীগের নতুন আহবায়ক রাসেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, আগস্ট ২, ২০১৫
গাজীপুর যুবলীগের নতুন আহবায়ক রাসেল

গাজীপুর: কামরুল হাসান সরকার রাসেলকে আহ্বায়ক করে গাজীপুর মহানগর যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

রোববার (০২ আগষ্ট) সন্ধ্যায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক গাজীপুর মহানগর যুবলীগের ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হলো। এই কমিটি পরবর্তী ৯০ দিনের মধ্যে মহানগরের সম্মেলন সম্পন্ন করবে।

কমিটিতে কামরুল আহসান সরকার রাসেলকে আহবায়ক ও তিন জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। বাকী ১৭ জন সদস্য রয়েছেন। রাসেল এর আগে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

যুগ্ম আহবায়করা হলেন- মো. সাইফুল ইসলাম, সুমন আহমেদ শান্ত বাবু,  ও মো.
আলমগীর হোসেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগষ্ট ০২,২০১৫
বিএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।