ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

শোকের মাস আগস্ট

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৬, আগস্ট ১, ২০১৫
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: শোকের মাস আগস্টের প্রথম প্রহরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে ও ফুল নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

শনিবার (১ আগস্ট) রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসারের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।


 
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বিএম মোজাম্মেল হক এমপি, যুবলীগ নেতা ও ঢাকা চেম্বার সদস্য শেখ ফজলে ফাহিম, আওয়ামী লীগ নেতা রুহুল আমীন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা অ্যাডভোকেট ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আক্রামুজ্জামান আকরাম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র ইলিয়াস হোসেন সরদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা বিএম আলম সিদ্দিকী, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবু, মোহসিন উদ্দিন সিকদার, নীতিশ রায়সহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।