ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

আর ভুল করবেন না: খালেদাকে আশরাফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, জুলাই ৩১, ২০১৫
আর ভুল করবেন না: খালেদাকে আশরাফ সৈয়দ আশরাফুল ইসলাম

ঢাকা: গত নির্বাচনে অংশ না নেওয়ার মতো ভুল খালেদা জিয়া আর করবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে যুবলীগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।



‘বাঙালির হৃদয়ের ফ্রেমে জাতির পিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সংবাদ চিত্র প্রদর্শনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে যুবলীগ।

সৈয়দ আশরাফ বলেন, বর্তমান সংবিধানে সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ী হবে। সেখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।

তিনি বলেন, গতবার নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া যে ভুল করেছেন, আশা করি আগামীতে তিনি সেই ভুল করবেন না।

এর আগে অনুষ্ঠানে আশরাফ বলেন, একটি ছবি হাজারো শব্দের চেয়ে শক্তিশালী। যুবলীগের ওই বইয়ে বঙ্গবন্ধুর অনেক ছবি সন্নিবেশ করা হয়েছে। যা তরুণ প্রজেন্মর জন্য শিক্ষনীয়।

বইটি তরুণ ও যুবসমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে বলেও জানান তিনি।

যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে মোড়ক উন্মেচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-ইডেন কলেজের অধ্যক্ষ হোসনে আরা, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
এমইউএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।