ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

মূর্তি চুরির অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, জুলাই ৩০, ২০১৫
মূর্তি চুরির অভিযোগে ছাত্রলীগ নেতা আটক ছবি : প্রতীকী

বরগুনা: গৌতম বুদ্ধের মূর্তি চুরির অভিযোগে বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ ইমনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের ফার্মেসি পট্টি থেকে তাকে আটক করা হয়।



পুলিশ জানায়, ২২ জুলাই রাতে তালতলী বৌদ্ধ বিহার থেকে শ্বেতপাথরের তৈরি গৌতম বুদ্ধের দু'টি মূর্তি চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বৌদ্ধবিহারের সম্পাদক খেমংলা তালতলী থানায় একটি মামলা দায়ের করেন।

চুরির ঘটনার পুলিশ আলী ও দুলাল নামে দু’জনকে আটক করে। পরে, তাদের দেওয়া তথ্য অনুযায়ী ইমনকে আটক করা হয়।  

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।