ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

মানবপাচারের প্রতিবাদে ১৯ মে ইসলাম আন্দোলন’র মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৩, মে ১৬, ২০১৫
মানবপাচারের প্রতিবাদে ১৯ মে ইসলাম আন্দোলন’র মানববন্ধন

ঢাকা: মানবপাচারের প্রতিবাদ ও সমুদ্রে ভাসমান মানুষদের উদ্ধারের দাবিতে ১৯ মে (মঙ্গলবার) মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
 
শনিবার (১৬ মে) বিকেল ৪টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগরী ও থানা শাখার যৌথ সভায় ঢাকা মহানগরীর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন এ কর্মসূচি ঘোষণা করেন।



সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই দিন (মঙ্গলবার) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

যৌথ সভায় অধ্যাপক হেমায়েত উদ্দিন বলেন, দেশের মানুষ রক্ষার দায়িত্ব সরকারের। তাই মানবপাচারের এ দায় সরকার এড়াতে পারে না।

এসময় বৈধ পথে জনশক্তি রফতানি সহজলভ্য করার জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানানো হয়।

সভায় সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম, ঢাকা মহানগর সহ-সভাপতি আলতাফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়াসহ মহানগর ও থানার বিভিন্ন পর্যায়ের নেত‍ারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এলকে/এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।