ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

শবে মেরাজ উপলক্ষে বিএনপির দোয়া

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, মে ১৬, ২০১৫
শবে মেরাজ উপলক্ষে বিএনপির দোয়া

ঢাকা: পবিত্র শবে মেরাজ উপলক্ষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) বাদ আসর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বলে বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বক্তব্য রাখেন- দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল।

মিলাদ পরিচালনা করেন ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক এবং দোয়া পরিচালনা করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. নেছারুল হক।

এ সময় সদ্য প্রয়াত বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মে ১৬, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।