ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

শান্তির দাবি নিয়ে টঙ্গীতে কাদের সিদ্দিকীর রাত্রীযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৬, মে ১৪, ২০১৫
শান্তির দাবি নিয়ে টঙ্গীতে কাদের সিদ্দিকীর রাত্রীযাপন কাদের সিদ্দিকী

গাজীপুর: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী শান্তির দাবি নিয়ে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ মে) টঙ্গীতে রাত্রীযাপনের জন্য অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে টঙ্গীর মন্নু নগরে অবস্থান কর্মসূচি চলাকালে কাদের সিদ্দিকী রাত্রীযাপনের কথা সাংবাদিকদের জানান।



তিনি বলেন, দেশের এমন অবস্থার জন্য একাত্তরে যুদ্ধ করিনি। অপরাধ করলে বিচার হবে, শাস্তি হবে এমন দেশের জন্য যুদ্ধ করেছিলাম। তেমন দেশ পাইনি বলেই শান্তির দাবি নিয়ে ঘুরে বেড়াচ্ছি মানুষের কাছে।

শান্তির দাবি নিয়ে অবস্থান কর্মসূচির ১০৮তম দিনে টঙ্গীতে অবস্থানকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের সিদ্দিকী বলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমদ নিখোঁজ হওয়ার এতোদিন পর পার্শ্ববর্তী দেশে পাওয়া যায়। এ থেকেই স্পষ্ট দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন।

তিনি বলেন, বাংলাদেশে নারী নেতৃত্বের স্বর্ণযুগ চললেও আজ নারীর সম্ভ্রম রক্ষিত হচ্ছে না, নির্যাতনের‍ বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েও রাষ্ট্রীয় বাহিনীর হাতে নারী নির্যাতিত হচ্ছে।

৫ জানুয়ারির নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহ এবং মানুষের জান-মাল রক্ষায় সাংবাদিকদের ভূমিকার প্রশংসাও করেন তিনি।

টঙ্গীর মিল গেটে অবস্থানকালে এ সময় তার সঙ্গে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেক, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দীপ, যুবনেতা আলী হোসেন প্রম‍ুখ।

প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ এবং বিএনপির নেত্রীকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী গত ২৮ জানুয়ারি থেকে মতিঝিলের ফুটপাতে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে তিনি গত ২ এপ্রিল থেকে শান্তির দাবি নিয়ে সারাদেশে সফর শুরু করেছেন।

সেই কর্মসূচির অংশ হিসেবেই বৃহস্পতিবার (১৪ মে) তিনি টঙ্গীর মিল গেটে মন্নু শাহী জামে মসজিদের সামনে রাত্রীযাপনের সিধান্ত নিয়েছেন। শুক্রবার (১৫ মে) তিনি নারায়ণগঞ্জের মদনপুরে অবস্থান নেবেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মে ১৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।