ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সালাহ উদ্দিনের ‘নিখোঁজ’ নিয়ে কোনো মিথ্যা বলেনি বিএনপি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, মে ১৩, ২০১৫
সালাহ উদ্দিনের ‘নিখোঁজ’ নিয়ে কোনো মিথ্যা বলেনি বিএনপি ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনের ‘নিখোঁজ’ নিয়ে কোনো মিথ্যা কথা বলেনি বিএনপি। সরকারের মধ্যে এক ধরনের ‘ডুগডুগি’ বাজানোর মন্ত্রী আছেন তারাই মিথ্যাচার করছেন।



সরকারের মন্ত্রীদের বক্তব্যের জবাবে বুধবার (১৩ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, শাসক দলের লোকেরা মানবপাচারে জড়িত। শাসক দলের আশ্রয় প্রশয়ে তারা মানবপাচার করছেন।

মানবপাচার রোধে কঠিন আইন করতে হবে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রয়োজনে সরকারকে বিএনপি সহযোগিতা করবে। মানবপাচারে যে আইন আছে তা পরিবর্তন করতে হবে। থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনা করে জাতিসংঘের মাধ্যমে সম্মনিত উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) লতিফ খান, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম, সহ শিল্প বিষয়ক সম্পাদক জহুরুল হক শাহজাদা মিয়া, সহ প্রচার সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সহ তথ্য ও গবেষণা বিষয়ক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, হেলেন জেরিন খান, শাম্মী আখতার, যুবদলের
সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ১৩, ২০১৫
এমএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।