ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

রাজশাহীতে শিবিরকর্মী সন্দেহে কিশোরকে পিটিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, মে ১৩, ২০১৫
রাজশাহীতে শিবিরকর্মী সন্দেহে কিশোরকে পিটিয়ে পুলিশে সোপর্দ

রাজশাহী : রাজশাহী মহানগরীতে শিবিরকর্মী সন্দেহে প্রান্ত হাসান (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ কর্মীরা।

প্রান্ত মহানগরীর বিনোদপুর এলাকার আজিজুল ইসলামের ছেলে।



বুধবার (১৩ মে) দুপুরে রাজশাহী কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

মহানগরের বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহমুদ হাসান বাংলানিউজকে বলেন, দুপুরে প্রান্ত রাজশাহী কলেজের মধ্যে অবস্থান করছিলো। এ সময় তার গতিবিধি দেখে সন্দেহ হলে ছাত্রলীগকর্মীরা তাকে আটক করে। একপর্যায়ে প্রান্ত তাদের ওপর চওড়া হলে তাকে গণধোলাই দিয়ে বোয়ালিয়া থানার খবর দেওয়া হয়। পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।

প্রান্ত আসলেই ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ১৩ মে, ২০১৫
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।