ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

হবিগঞ্জের বিএনপি নেতা সেলিমের জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, মে ১৩, ২০১৫
হবিগঞ্জের বিএনপি নেতা সেলিমের জামিন

হবিগঞ্জ: পুলিশের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের চার মামলায় জামিন পেয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিম।

বুধবার (১৩ মে) দুপুরে তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানা জামিন মঞ্জুর করেন।



মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন জেলা বার সভাপতি অ্যাডভোকেট সালেহ আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন।

বিএনপির অবরোধ চলাকালে শহরের বিভিন্ন স্থানে ট্রাকসহ বেশ কয়েকটি গাড়িতে আগুন ও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় সেলিমসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চারটি মামলা করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মে ১৩, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।