ঢাকা, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ছাত্রলীগের বুয়েট ঘেরাও কর্মসূচি স্থগিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, মে ১২, ২০১৫
ছাত্রলীগের বুয়েট ঘেরাও কর্মসূচি স্থগিত

ঢাকা: বুয়েট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের আজীবন বহিষ্কারাদেশ প্রত্যাহার ও জামায়াতপন্থি শিক্ষকদের বহিষ্কারসহ ৫ দফা দাবিতে বুয়েটের প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি স্থগিত করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্বঘোষিত এ কর্মসূচি স্থগিতের কথা জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী মহামান্য হাইকোর্টের নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার (১৩ মে) বুয়েটের প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচী স্থগিত করা হলো।

গত সোমবার (১১ মে) বুয়েট শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সংহতি সমাবেশ থেকে বুয়েটের প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিলেন ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মে ১২, ২০১৫
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।