ঢাকা, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সিলেটে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ১০ নেতাকর্মী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, মে ১১, ২০১৫
সিলেটে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ১০ নেতাকর্মী কারাগারে ছবি: প্রতীকী

সিলেট: সিলেটে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ১০ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১১ মে) সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত এ নির্দেশ দেন।



বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের গত তিন মাসের লাগাতার অবরোধ ও হরতাল চলাকালে নগরীতে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের দায়ে দায়ের করা মামলায় জামিন নিতে এ ১০ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তারা জামিন আবেদন করলে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ১০ নেতাকর্মী হলেন- মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম নুরুল, ছালেহ আহমদ, ছাত্রদল নেতা শাহ আলম, ভুলন কান্তি তালুকদার, সুজন আহমদ, কামাল হোসেন, সজল আহমদ, রাজু আহমদ অপু, দিলোয়ার হোসেন দিলু, সজীব আহমদ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ১১, ২০১৫
এএএন/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।