ঢাকা, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নেতাকর্মীদের উপর পুলিশের হামলা

সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ফ্রন্ট-ইউনিয়ন’র ধর্মঘটের ডাক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, মে ১১, ২০১৫
সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ফ্রন্ট-ইউনিয়ন’র ধর্মঘটের ডাক ছবি: প্রতীকী

ঢাকা: পহেলা বৈশাখে নারী লাঞ্ছনাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে আন্দোলনরত ছাত্র ইউনিয়ন নেতাকর্মীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মঙ্গলবার (১২ মে) সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রধর্মঘটের ডাক দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছ‍াত্র ইউনিয়ন।

সোমবার (১১ মে) পৃথক বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনার সঙ্গে জাড়িতদের গ্রেফতার ও বিচার, ঘটনাস্থলে উপস্থিত নিষ্ক্রিয় পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং দায়িত্ব পালনে ব্যর্থ বিশ্ববিদ্যালয় প্রক্টরের অপসারণের দাবিতে রোববার (১০ মে) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচি আহ্বান করে।

এতে পুলিশের নৃশংস হামলা চালায়। এর প্রতিবাদে  সারা দেশের সর্বাত্মক ছাত্রধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

** ধর্মঘট সমর্থনে ছাত্র ফ্রন্টের মিছিল-সমাবেশ

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ১১, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।