ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে হামলার প্রতিবাদে রংপ‍ুরে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, মে ১১, ২০১৫
ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে হামলার প্রতিবাদে রংপ‍ুরে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বর্ষবরণে যৌন নিপীড়নকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ছাত্র ইউনিয়নের ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে রংপ‍ুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

সোমবার (১১ মে) সকালে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জাহাজ কোম্পানি মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।



সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর জেলা শাখার সভাপতি আহসানুল আরেফিন তিতু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলার সভাপতি মাহমুদ হোসেন জুয়েল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর জেলার আহ্বায়ক সাদেক হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রংপুর জেলার যুগ্ম আহ্বায়ক গোপাল রায় অনিকসহ অনেকে।

বর্ষবরণে যৌন নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনে পুলিশের হামলার নিন্দা জানান বক্তারা। পাশাপাশি হামলার সঙ্গে যুক্ত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বর্ষবরণে নিপীড়িনকারীদের শাস্তি দাবি ও কর্মসূচিতে হামলার প্রতিবাদে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র ব্যানারে ডাকা দেশেব্যাপী স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবারের সর্বাত্মক ছাত্র ধর্মঘট সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মে ১১, ২০১৫
এসএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।