ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

খালেদার বিরুদ্ধে চার্জ গঠনের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের মিছিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, মে ১১, ২০১৫
খালেদার বিরুদ্ধে চার্জ গঠনের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের মিছিল

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের প্রতিবাদে বাপ্পু সরকার, সুব্রত দাস, ইকবাল হোসেন শ্যামল ও সুমন হোসেন এর নেতৃত্বে সোমবার সকালে বাংলা এক‍াডেমি এলাকায় মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মিছিলে অংশ নেন মুজিব হলের আকতার হোসেন, আফজাল হোসেন, জিয়া হলের শাহজাহান শাওন, জহুরুল হক হলের আনিসুর রহমান খন্দকার (অনিক), মাহবুবুর রহমান, মুহসিন হলের রোমান পাঠান, জগন্নাথ হলের রনি নাথ, শিমন কুমার দে, একুশে হলের আল-আমিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতা-কর্মীরা।



এছাড়াও ঢাকা কলেজের সোহরাব হোসেন প্রধান টিটু'র নেতৃত্বে সোহাগ, সানি জোবায়ের, দেওয়ান মাহফুজুর রহমান রিয়াদ, রাজিব আহমেদ শিবলু, সোলাইমানসহ আরো অনেকে মিছিলে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মে ১১, ২০১৫
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।