ঢাকা, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

খন্দকার মোশাররফ শঙ্কামুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, মে ১০, ২০১৫
খন্দকার মোশাররফ শঙ্কামুক্ত ড. খন্দকার মোশারফ হোসেন

গাজীপুর: কাশিমপুর কারাগারে আটক বিএনপি সরকারের মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন শঙ্কামুক্ত রয়েছেন।

রোববার (১০ মে) সন্ধ্যায় কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেলার ফরিদুর রহমান রুবেল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।



কারাসূত্র জানায়, নামাজ পড়ার জন্য অজু করতে গিয়ে  কারাগারের বাথরুমে পড়ে যান মোশাররফ হোসেন। তবে এতে তিনি কোনো ধরনের জখম হননি। পড়ে যাবার পর নিজে নিজেই উঠে দাঁড়ান। এরপর কারা চিকিৎসক মো. শাহাদৎ হোসেন তার চিকিৎসা করেন।

তিনি বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানিয়েছে কারা সূত্র।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মে ১০, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।