ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নভেরা আহমেদের মৃত্যুতে সিপিবি’র শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, মে ৭, ২০১৫
নভেরা আহমেদের মৃত্যুতে সিপিবি’র শোক প্রতীকী

ঢাকা: শিল্পী নভেরা আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার (০৭ মে) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর এ শোক বাণী জানান।



এতে বলা হয়, শিল্পী নভেরা আহমেদ আধুনিক ভাস্কর্যশিল্পের অন্যতম পথিকৃৎ। কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাথমিক নকশা প্রণয়নের কাজে ভাস্কর হামিদুর রহমানের সঙ্গে তিনি আত্মনিয়োগ করেছিলেন। ১৯৬০ সালে তা ভাস্কর্য প্রদর্শনী ছিল তৎকালীন পাকিস্তানের প্রথম ভাস্কর্য প্রদর্শনী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি ‘একুশে’ পদকও পেয়েছিলেন। এই মহান শিল্পীর মৃত্যুতে জাতির এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি ছিলেন একজন প্রকৃত আধুনিক মানুষ। প্রচলিত সমাজ ভাঙার লড়াইয়ে তিনি ব্রতী ছিলেন।

নভেরা আহমেদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।