ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নেপালের পাশে দাঁড়াতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, এপ্রিল ৩০, ২০১৫
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নেপালের পাশে দাঁড়াতে হবে ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাকৃতিক দুর্যোগের মতো বাংলাদেশের রাজনৈতিক দুর্যোগও ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে উল্লেখ করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ভূমিকম্প বিধ্বস্ত নেপালের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, নেপালে ভয়াবহ ভূমিকম্প হয়েছে।

এতে অন্তত ১০ হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নেপালের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
 
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নদী ও নিরাপত্তার সামাজিক সংগঠন-নোঙর আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, নেপালের মতো বাংলাদেশেও ভূমিকম্প হয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের সমস্যা হতে পারে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের মতো বাংলাদেশেও রাজনৈতিক দুর্যোগ প্রকট। রাজনৈতিক দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগ দু’টিই ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

সংগঠনের আহ্বায়ক সুমন শামসের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এসইউজে/টিএইচ/জেডএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।