ঢাকা: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকাল থেকেই রমনা থানা ও রাজারবাগ পুলিশ লাইন থেকে আসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন।
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই পুলিশ ও সেনা সদস্যরা লাঠিচার্জ করলে নুরুল হক নুরসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল নিন্দা ও প্রতিবাদ জানায়।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে গণঅধিকার পরিষদ বিজয়নগর পানির ট্যাংক মোড়ে বিক্ষোভ মিছিল করে। এরপর সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে অফিস লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে সাংবাদিক, পুলিশ সদস্য ও জাপার কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত দুইদিন সাপ্তাহিক ছুটি থাকার কারণে জাতীয় পার্টির কার্যালয়ের আশপাশের অফিস ও দোকানপাট বেশিরভাগই বন্ধ থাকলেও আজ কর্মদিবসে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
জেডএ/আরআইএস