ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সকাল থেকেই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, আগস্ট ৩১, ২০২৫
সকাল থেকেই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ

ঢাকা: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সকাল থেকেই রমনা থানা ও রাজারবাগ পুলিশ লাইন থেকে আসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন।

রমনা থানার পরিদর্শক আতিকুর রহমান জানান, পুনরায় নির্দেশ না আসা পর্যন্ত পুলিশ সদস্যরা অবস্থান করবেন।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই পুলিশ ও সেনা সদস্যরা লাঠিচার্জ করলে নুরুল হক নুরসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল নিন্দা ও প্রতিবাদ জানায়।  

শনিবার (৩০ আগস্ট) বিকেলে গণঅধিকার পরিষদ বিজয়নগর পানির ট্যাংক মোড়ে বিক্ষোভ মিছিল করে। এরপর সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে অফিস লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে সাংবাদিক, পুলিশ সদস্য ও জাপার কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত দুইদিন সাপ্তাহিক ছুটি থাকার কারণে জাতীয় পার্টির কার্যালয়ের আশপাশের অফিস ও দোকানপাট বেশিরভাগই বন্ধ থাকলেও আজ কর্মদিবসে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।  

জেডএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।