ঢাকা: নুরুল হক নুরকে টার্গেট করে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি নুরকে দেখতে যান তিনি।
বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, নুরের ওপর ন্যক্কারজনক আক্রমণ করা হয়েছে। পরিকল্পিত ও টার্গেট করে আঘাত করা হয়েছে এবং তাদের উদ্দেশ্য ছিল নুরকে মেরে ফেলা। তার শরীরের আঘাতগুলো একটু ডানে-বামে লাগলে অনিবার্য মৃত্যু ছাড়া জীবিত আমরা পেতাম না।
তিনি বলেন, এর আগে নুরের ওপর ২২ বার হামলা হয়েছে। বগুড়া থেকে শুরু করে সে যেখানে গেছে সেখানেই ফ্যাসিবাদী সরকারের শিকার হতে হয়েছে। আমরা ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। সুষ্ঠু তদন্তের দাবি করছি।
তিনি বলেন, শুক্রবার নুর সেখানে কোনো সহিংসতা করেনি। এরপরও কার্যালয়ে ঢুকে আক্রমণ করা হয়েছে। ৫ আগস্টের পরাজিত শক্তি নানাভাবে বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। ঘটনাটির সঙ্গে জিএম কাদের জড়িত আছেন কি না জানি না। তারা আজকে বাংলাদেশের রাজনীতির কথা বলছে, অবাক কাণ্ড। যে লোক নির্বচনের আগে ভারতে গিয়ে ফিরে আসার পর বলেন, তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কীভাবে, রাজনীতির কথা বলে কীভাবে। এরা গভীর পানির ভেতর থেকে মাথা তুলে উঁকি দিচ্ছে।
গণঅধিকার পরিষদের দাবি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এ দাবির সঙ্গে বিএনপি একমত কি না এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এটি দল সিদ্ধান্ত নেবে।
এজেডএস/জেএইচ