ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

হরতাল-অবরোধ প্রত্যাহার না করলে খালেদার কার্যালয় ঘেরাও

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
হরতাল-অবরোধ প্রত্যাহার না করলে খালেদার কার্যালয় ঘেরাও নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি

ঢাকা: বিএনপিসহ ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া যদি হরতাল-অবরোধ প্রত্যাহার না করেন, তাহলে সোমবার (১৬ ফেব্রুয়ারি) তার কার্যালয় ঘেরাও করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডি-৩ এ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এ ঘোষণা দেন তিনি।

হরতাল-অবরোধ-সহিংসতা-নাশকতার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে ধানমণ্ডি থানা আওয়ামী লীগ।

এর আগে গত বুধবার (১১ ফেব্রুয়ারি) হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে ১৬ ফেব্রুয়ারি খালেদার কার্যালয়ে যাওয়ার এ কর্মসূচি ঘোষণা করেছিলেন শাজাহান খান। শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহবায়ক হিসেবে তিনি সংগঠনের এ কর্মসূচি দেন।  

মানববন্ধনে খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন, অজ্ঞাত স্থান থেকে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে হরতাল-অবরোধ দেবেন, রাস্তায় মানুষ মারবেন আর গুলশানের কার্যালয়ে আরামে বসে থাকবেন। এটা এদেশের মানুষ মেনে নেবে না।
 
তিনি বলেন, শেখ হাসিনাকে ভয় দেখিয়ে কোনো দাবি আদায় করা যাবে না। সন্ত্রাসীদের দাবির প্রতি শেখ হাসিনা সরকার কোনো নতি স্বীকার করবে না। শেখ হাসিনাকে এতো হালকা করে দেখার কোনো সুযোগ নেই। তার সরকার এতো হালকা নয় যে, ফুঁ দিলে উড়ে যাবে।

শাজাহান খান বলেন, দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে আওয়ামী লীগের স্থান। যতোই ষড়যন্ত্র করুন না কেন, কিছুই করতে পারবেন না।

খালেদা জিয়ার  উদ্দেশ্যে তিনি বলেন,  অবিলম্বে মানুষ মারার কর্মসূচি ছেড়ে গণতন্ত্রের পথে আসুন। তা না হলে পরিণতি সুখকর হবে না।
 
ধানমণ্ডি থানা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ দুলালের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, গোলাম মোস্তফা, ধানমণ্ডি থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সৈয়দা রাজিয়া মোস্তফা, মোমেনা রোজি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।