ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

দাগনভূঞাঁয় পেট্রোলবোমা নিক্ষেপের দায় স্বীকার ছাত্রদল কর্মীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
দাগনভূঞাঁয় পেট্রোলবোমা নিক্ষেপের দায় স্বীকার ছাত্রদল কর্মীর

ফেনী: ফেনীর দাগনভূঁঞায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ছাত্রদল কর্মী নাসির উদ্দিন নাসির।

শুক্রবার সন্ধ্যায় ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর ফারুকীর আদালতে এ স্বীকারোক্তি মূলক জবানবন্দির দেন তিনি।



স্বীকারোক্তিতে নাসির জানান, বোমা নিক্ষেপের জন্য তাকে বিএনপি-ছাত্রদলের ৮ জন নেতা টাকা দিয়ে পাঠিয়েছিলেন।

ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) শামছুল আলম সরকার আদালতে এ স্বীকারোক্তির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

এ ঘটনায় দাগনভূঁঞা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল কাদের বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দাগনভূঁঞার আমীরগাঁও এলাকায় বসুরহাট এক্সপ্রেস নামে একটি বাসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে।   এতে ১১ যাত্রী দগ্ধসহ ২৫ জন আহত হন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।