ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

বিকল্পধারার গণঅনশন শনিবার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
বিকল্পধারার গণঅনশন শনিবার অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী

ঢাকা: বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে দুইনেত্রীকে সংলাপে বসানোর দাবিতে শনিবার গণঅনশন করবে বিকল্পধারা বাংলাদেশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দলটির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



এতে বলা হয়, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী প্রস্তাবিত প্রতীকী গণঅনশন কর্মসূচি শনিবার হবে।

এদিন সকাল এগারটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রাজধানীর কুড়িল বিশ্বরোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।