ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

‘বাম শক্তিকে ক্ষমতায় বসাতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
‘বাম শক্তিকে ক্ষমতায় বসাতে হবে’ ছবি: জাহিদ সায়মন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের সমস্যা বহুমুখী নিরসনে দেশে বামশক্তিকে ক্ষমতায় আসতে হবে বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মিছিল পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।


 
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
 
সেলিম বলেন, বাংলাদেশের সমস্যা বহুমুখী। এসব সমস্যা সমাধানে আমাদের একযোগে কাজ করতে হবে। প্রথম কাজ হলো দেশে জুলুম ও অত্যাচার বন্ধ করতে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করতে হবে। আর এ জন্য বাম শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে।

‘হাসপাতালগুলোতে বার্ন ইউনিটে মানুষ দগ্ধ হয়ে কাঁতরাচ্ছে। কিন্তু সরকার বোমা নিক্ষেপকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ন‍া’-- অভিযোগ করেন তিনি।  

দেশের নানামুখী সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী ২৭ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করা হবে বলেও জানান সেলিম।
 
বাসদের কার্য-নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে মিছিল-সমাবেশে দুই দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।