ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

খুলনায় খালেদাকে হুকুমের আসামি করে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
খুলনায় খালেদাকে হুকুমের আসামি করে মামলা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া / ফাইল ফটো

খুলনা: খুলনার ফুলতলা উপজেলায় বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।

এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনাসহ ৫৪ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে অজ্ঞাত আরো ৬০/৭০ জনকে।



শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির বাংলানিউজকে বলেন, খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ফুলতলা থানায় মামলা করা হয়েছে।

ফুলতলা থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাশার বাদী হয়ে ৫৪ জনের নাম উল্লেখসহ ৬০/৭০ জনকে আসামি করে মামলাটি করেন। এই মামলায় এরই মধ্যে ইউপি সদস্য আখতার হোসেনসহ সাত জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ফুলতলার দামোদর প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধকারীরা। ওইদিন গভীর রাতে মামলাটি হলেও জানা যায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।