ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

ছাত্রদল নেত্রী নিশিতা আটক, জনির পরিবার গুলশান থানায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, ফেব্রুয়ারি ১২, ২০১৫
ছাত্রদল নেত্রী নিশিতা আটক, জনির পরিবার গুলশান থানায় ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের ফটক থেকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিনা সুলতানা নিশিতাকে আটক করা হয়েছে। একইসঙ্গে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়‍া নিহত খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনির পরিবারকেও গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে।



বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার পর নিশিতাকে আটক করে পুলিশ ভ্যানে চড়িয়ে এবং জনির পরিবারকে সিএনজি অটোরিকশায় করে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়।

খালেদার কার্যালয়ের সামনে দায়িত্বরত গুলশান থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন ছাত্রদল নেত্রী নিশিতাকে আটক ও জনির পরিবারকে গুলশান থানায় নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জনির পরিবারের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।

এর আগে, খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে রাত পৌনে ৮টার দিকে জনির বাবা ইয়াকুব আলী, মা মরিয়ম বেগম, স্ত্রী মুন্নি আক্তারসহ পাঁচজন গুলশানে পৌঁছান।

সেসময় গুলশান থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, খালেদার কার্যালয়ের ভেতর থেকে কোনো ইঙ্গিত না আসায় তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, জনির পরিবারের সঙ্গে খালেদার কার্যালয়ে প্রবেশের চেষ্টাকালেই নিশিতাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।