ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

মুন্সীগঞ্জে জামায়াত নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, ফেব্রুয়ারি ১২, ২০১৫
মুন্সীগঞ্জে জামায়াত নেতা কারাগারে

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া মহাসড়কে হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুরের মামলায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা জামায়াতের সাবেক আমির আমির মোল্লাকে (৩৭) কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।



এর আগে বুধবার দিনগত মধ্যরাতে উপজেলার দানিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে সিরাজদিখান থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বাংলানিউজকে জানান, সম্প্রতি সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে বেশ কয়েকটি বাসে ভাঙচুর করা হয়।

এ ঘটনায় সিরাজদিখান থানায় দায়ের করা মামলায় জামায়াতের সাবেক আমির আমির মোল্লা এজাহারভুক্ত আসামি। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।