ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

মানুষ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, ফেব্রুয়ারি ১২, ২০১৫
মানুষ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জনসমর্থনহীন কর্মসূচির কারণে মানুষ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, সন্ত্রাস ও নাশকতা করে বিএনপি-জামায়াত দেশের  মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করেও তারা কর্মসূচি প্রত্যাহার করেনি।

বৃহস্পতিবার নীলফামারীর যাদুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
আরিফুজ্জামান মুকুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।