ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

অবরোধ-হরতাল বন্ধে বরিশালে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, ফেব্রুয়ারি ১২, ২০১৫
অবরোধ-হরতাল বন্ধে বরিশালে মানববন্ধন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: মানুষ পুড়িয়ে হত্যা করার প্রতিবাদে ও পরীক্ষার মধ্যে অবরোধ-হরতাল বন্ধের দাবিতে বরিশালে পৃথক দু’টি এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নগরের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে মানববন্ধন করেন ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা।



অপরদিকে, দুপুর ১২টার দিকে নগরের সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি দাস গুপ্ত আশিষ কুমারের সভাপতিত্বে মানববন্ধন করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার নেতারা।  

মানববন্ধনে বক্তারা হরতাল অবরোধসহ সব ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।