ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

হরতাল-অবরোধের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, ফেব্রুয়ারি ১২, ২০১৫
হরতাল-অবরোধের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

রাজশাহী: দেশব্যাপী বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নগরের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।



জেলা শ্রমিক লীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগ নেতা সেলিম সরদার, জেলা শ্রমিক লীগের সভাপতি আবদুল্লাহ খান ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ জেলা যুবলীগ, সেচ্ছ্বাসেবক লীগ ও ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
 
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।